প্রতিদিন ভোরে উঠে মনে মনে ভাবি,
আজ বুঝি খুলে যাবে আকাশের চাবি।
ডাক দিয়ে নেমে গেলো আষাঢ়ের ঢল,
অম্ল মধুর তাই ছুটে আসা জল।
সুধাময় মন জুড়ে ছিলো হাহুতাশ,
ঢল নেমে পুরো হলো সেই অভিলাষ।
বৃষ্টির ছোঁয়া নিয়ে তাই হাঁটাহাঁটি,
দৃষ্টিটা জলে নয় মনে রঙ বাটি।
বারেবারে চোখ যায় আকাশের গায়,
জল পড়া এই বুঝি শেষ হয়ে যায়।
রঙ মাখা মন বলে অন্ধকার আছে,
বৃষ্টির ফোঁটাগুলো মন জুড়ে নাচে।
আসমানে এখনো যে আছে ঘুরঘুর,
আচমকা ডাক দিয়ে মেঘ নেয় মোড়।
রিমঝিম ভাব নয় ফোঁটাগুলো ভারী,
সেইসাথে আজ নেই বাতাসের ঝাড়ি।
আকাশের ঘুরঘুর খুলে গেলো দ্বার,
মেঘে মেঘে আজ নেই দেনদরবার।
মাথার উপর ছাতা পদতলে জল,
বারিধারা চারিদিকে পড়ে অবিরল।
অশান্ত মন আজ হাহুতাশ ছাড়,
গরমের জ্বালা নেই ভয় নেই আর।
চারিদিকে চেয়ে দেখ কত জল চাই,
হাহুতাশি ভাবনার অবকাশ নাই।
ঘন নীল আসমান ছিলো যতদূর,
বৃষ্টির জল পড়ে কেটে গেলো ঘোর।
মাঠঘাট জল জমে থৈ থৈ উঠা,
আবেগটা কেড়ে নেয় বৃষ্টির ফোঁটা।