ফুল বনে যোগ হলো আম্র মুকুল,
মন জুড়ে সুর উঠে লাগলো সে দোল।
সুধামন নেচে উঠে হিমশিম খায়,
ফাগুনের আগুনটা ছড়িয়েছে গায়।
সাদামাঠা ভোর নয় বাসন্তী ঘোর,
বাংলার কোলে আজ ঘুরে গেলো মোড়।
খানা বাসন্তী আর মৌ মৌ ঘ্রাণ,
বাসনায় উলু তুলে চঞ্চল প্রাণ।
যার মনে সুর নাই ঘুমন্ত আঁখি,
চোখ মেলে সে-ও বলে রাখবো না বাকি।
বসন্ত জোয়ারের তারাগুলো কই,
ঋতুরাজে আমিও যে আশক্ত হই।
বাসন্তী সুরে আজ উঠে গেলো বান,
মৌ মৌ ঘ্রাণে যেনো কি দারুণ টান।
মন জুড়ে গুঞ্জন আনন্দ খনি,
বাতাসের টানে উঠে মর্মর ধ্বনি।
সামান্য হিম ভাব সকালের আগে,
ভাবনায় খানিকটা শিহরণ জাগে।
মৌবনে শুরু হলো গুনগুন সুর,
মধুমিতা সাথে আনে প্রীতিময় ভোর।
পাখাগুলো মুড়ে নিয়ে পাপড়ির গায়,
ছোট ছোট প্রজাপতি বসে দোল খায়।
প্রেমময় মন সাজে নেই যেনো লাজ,
ভাবনাটা মনে জাগে বসন্ত আজ।