আষাঢ়ের মায়াটান বসন্ত জুড়ে,
আকাশের সারা গায়ে কালো মেঘ ঘুরে।
চৈতালী হালে নেই স্বরূপের টান,
হিম ভাব দিন-রাত সমান সমান।
ধুমধাম বৃষ্টিটা থেমে থেমে আসে,
মেঘ কেটে রবি শশী সামান্য হাসে।
শুরু হয় আলো আর আঁধারের খেলা,
এই হলো এবারের বসন্ত বেলা।
শুরু থেকে ঘুণে ধরা চৈতালী হালে,
রোদ নাই দুপুরেও চলে ঢিমেতালে।
কখনো বা দেখা যায় শরতের রূপ,
আকাশের গায়ে থাকে সাদা মেঘ চুপ।
এই দিনে মন যায় আম্র কানন,
বোটা ধরে আম কড়ি করে যোগাসন।
মউ বনে ভ্রমরার গুনগুন সুর,
খানিকটা জেগে উঠে নিস্তেজ ভোর।
চৈত্রের দিন যায় আষাঢ়ের হালে,
মেঘ এসে বারেবারে খাড়া জল ঢালে।
মেঘ আসে মেঘ যায় এলোমেলো ঢল,
আচমকা ঢল নামে বাড়ে কোলাহল।
সাঁঝ বেলা শেয়ালের হুয়া-হুয়া ডাক,
কেঁপে উঠে পাড়াগাঁয়ে সড়কের বাঁক।
মাঠেঘাটে জল জমে বাদলের পর,
জল ব্যাঙ ডাক তুলে ঘ্যাঙর ঘ্যাঙর।