স্মৃতিময় প্রেম তুমি কত জ্বালাময়,
প্রেম করে জ্বলাতন প্রাণে নাহি সয়।
অতীতের সব কথা মন বেয়ে উঠে,
আনমনে চোখ যায় হাসিমাখা ঠোঁটে।

ছাড়বোনা কোন দিন থাকবোনা দূরে,
এমন মধুর কথা আজ গেলো ঘুরে।
দূরে আছো কি কারণে কোন ভাবনায়,
জানি নাতো কিছু আমি কেন নেই সায়?

নিজ থেকে প্রেম করে হাত ধরেছিলে,
পাশাপাশি কত ছিলে খালে আর বিলে।
রবি শশী গ্রহ তারা ছুঁয়ে গেলো মন,
আজ তুমি খুলে বলো কেন অনশন?

জ্বালাময় কথাগুলো কেন আজ শুনি,
হাহুতাশি মন জুড়ে বিরহটা বুনি।
বিরহ জড়ানো কথা নয় শোভাময়,
স্মৃতিগুলো শোক হয়ে বিজরিত হয়।

রূঢ় কথা তীর হয়ে দিলে দেয় হানা,
ভালোবেসে চোখ থেকে আজ বুঝি কানা?
অগোচরে দূর থেকে কেনো ছুঁড় ঢিল,
কথাগুলো বুকে লেগে ফুটো হয় দিল।

অভিমান ছেড়ে ছুঁড়ে কাছাকাছি আসো,
কাছে থেকে ভালোবেসে মন খুলে হাসো।
আমি বলি এই মনে নেই অভিমান,
আজো আছে ভালোবাসা সমানে সমান।