অসহ্য গরমের আভা টান টান,
বিপন্ন পরিবেশ জল ছাড়া বান।
ঘাম ঝরে বারেবারে পিপাসাটা লাগে,
যত জল পান করি আরো সাধ জাগে।

দিনভর গায়ে লাগে যত খরতাপ,
গরমটা রাতে বাড়ে আরো এক ধাপ।
আকাশের গায়ে নেই একফোঁটা জল,
ঘাম ঝরে ক্রমাগত জীবন অচল।

কড়া রোদে গলে যায় পিচঢালা পথ,
দিন দিন আশাহীন ভাসা মনোরথ।
হাহুতাশি জনপদ আজ নিরুপায়,
বৈশাখী চড়া দিন এভাবেই যায়।

মেঘ নেই জল নেই বৈশাখী টান,
মন আজ উচাটন পুড়ে খান খান।
শীতল হাওয়া নয় আগুনের গোলা,
রোদে গেলে মনে হয় জ্বলন্ত চুলা।

নিরাশায় দিন শুরু যেতে নাহি চায়,
আশা নিয়ে চেয়ে থাকি আকাশের গায়।
পরাণটা যায় যায় দমে জোর কম,
কবে জানি আহাজারি কমে ফিরে দম।

খরতাপে মনে উঠে মর্মর ধ্বনি,
কালো মেঘ খুঁজে ফিরে টেরাচোখা মণি।
দিনরাত চামড়াটা ভিজে যায় ঘামে,
অস্বস্তি কড়া নাড়ে বৃষ্টির নামে।