অতি মৃদু কুয়াশায় আঁকা জলছবি,
ভোর কেটে ধীরে ধীরে উঠে আসে রবি।
কুয়াশাটা কেটে যায় লাল রবি হাসে,
তরুছায়া সরে গিয়ে কড়া রোদ ভাসে।

হিম হিম শীত নেই রোদ আর ছায়া,
মাঘ মাসে মনে জাগে বসন্ত মায়া।
ভাবনায় ঘিরে মন করে উদাসীন,
এই রোদ এই ছায়া দেখে গেলো দিন।

ঝিরিঝিরি বাতাসের গতিটাও কম,
পথচারী ছায়া দেখে থেমে নেয় দম।
ছোট ছোট সাদা মেঘ চলে ধীরে ধীরে,
রবি ঘিরে মাঝে মাঝে ছায়া পড়ে নীড়ে।

শীতলতা আজ করে লুকোচুরি খেলা,
রবির কিরণ দেখে শেষ হয় বেলা।
হিম ভাব কখনো বা সামান্য লাগে,
মাঘের সকাল আর সন্ধ্যার ভাগে।

স্বরূপের এই মাসে ভয় পেতো যারা,
কাঁপুনির ভয়ে আজ কারো নেই সারা।
ঘন নীল ভাব নিয়ে আকাশটা চুপ,
ঝিরিঝিরি বাতাসটা ছিলো অপরূপ।

হিম হিম ঋতুটার শেষ দিকে এসে,
সারাদিন আলো ছিলো ফাগুনের বেশে।
বাংলার যতো রূপ হৃদয়ের মাঝে,
এবারের মাঘ মাস আসলো না কাজে।