অন্ধকার আকাশটা কালো মেঘে ভরা,
ধীরে ধীরে জমে উঠে ঘন কালো ছড়া।
ভেলা হয়ে মেঘমালা করে ছুটাছুটি,
রবি ঢেকে আলোটার টেনে ধরে টুঁটি।

মেঘ জমে খুলে যায় বৃষ্টির দ্বার,
চারিদিকে নেমে আসে ঘোর অন্ধকার।
বাজ পড়া ডাক দিয়ে নেমে যায় বৃষ্টি,
প্রকৃতির এই ধারা বিধাতার সৃষ্টি।

মেঘ দেখে রবিটাও করে লুকোচুরি,
ঘন কালো মেঘ জমে ঢাকে পুরোপুরি।
বৃষ্টির তোড়জোড় চলে অবিরাম,
শুরু হয় ঝুম বৃষ্টি নামে ধুমধাম।

এই মেঘ এই রোদ দেখি বারবার,
রোদ যায় মেঘ আসে করে একাকার।
মেঘে ঢাকা আকাশটা ঘুটঘুটে কালো,
জল পড়া শেষ হলে তবে ফুটে আলো।

বর্ষার সব জল শরতের তীরে,
ভেলা হয়ে উড়ে এসে আকাশটা ঘিরে।
শরতের রূপ রস হয়ে গেলো চুপ,
ক্ষণে ক্ষণে ধেয়ে আসে বৃষ্টির তোপ।

এবারের শরতটা দেখি যায় যায়,
প্রতিদিন আকাশটা কালো মেঘে ছায়।
আলো আর আঁধারের বিবর্ণ পথ,
ঝলমলে শরতের নেই জয়রথ।