কড়া রোদ বয়ে আনে উজ্জ্বল রবি,
মাঘ মাসে ফুটে উঠে বৈশাখী ছবি।
সময়ের মায়াটান কোনঠাসা আজ,
মাঘ এসে মূল সাজে নেই কারুকাজ।

দেখিনি কভু এমন রঙহীন মাঘ,
রবির প্রতি মাঘের যেনো অনুরাগ।
হিম হিম ভাব নয় উষ্ণতা ছূড়ে,
শুরুতেই কড়া রোদ শুরু হয় ভোরে।

রোদের কিরণ এসে ফেলে নিঃশ্বাস,
ভাব দেখে বুঝা দায় এটা কোন মাস।
সারাদিন রোদ দেখে বাড়ে আফসোস,
কোয়াশার ভাজ নেই রবির কি দোষ?

মাঘ মাসে যতো রূপ হৃদয়ের মাঝে,
এবারের শীতকাল আসলো না কাজে।
তবু মনে অপেক্ষা শীত যদি আসে,
কনকনে ভাব পাবো এই মাঘ মাসে।

রাঁধুনিরা হাতে চায় মাঘ মাসে কদু,
এটাই তো শোভাময় হিম শীতে মধু।
কাঁপুনির ঝাঁকুনিতে স্বাদ লাগে ভাপা,
উষ্ণতা বেড়ে আজ পুরোটাই চাপা।

ম্যাড়মেড়ে মাঘ যায় শীত পড়ে লাজে,
শোভাময় বীথিগুলো আজ কোন সাজে?
ঝাউবনে আজ নেই কুয়াশার ভীড়,
ভোর থেকে দেখা যায় দূর থেকে তীর।

রোদ দেখে মনে হয় শীত নয় খরা,
গোলাপের পাপড়িতে মরিচায় ধরা।
খেজুরের রসে নেই কারো অনুরাগ,
বাংলার কোলে আজ বিবর্ণ মাঘ।