এবারের শরতের দু'দিনের আয়ু,
এই বুঝি শুরু হলো হেমন্ত বায়ু।
দ্বারে এসে হেমন্ত করে ঘুরঘুর,
শিশিরের কণা এসে মনে বাজে সুর।

রঙহীন শরতের বিদায়ের পালা,
বৃষ্টির টানাজলে দিয়ে গেলো জ্বালা।
বর্ষার ভরা রূপ ছিলো সারামাস,
শরতের গায়ে নিলো শেষ নিঃশ্বাস।

হেমন্ত কড়া নেড়ে মন প্রাণ ভরে,
শিশিরের দানাগুলো শেষরাতে ঝরে।
স্বচ্ছ শিশির ভেজা বাগানের ফুল,
কাছে টানে হেমন্ত মনে লাগে দোল।

হিম হিম ভাব আর শিহরণ এনে,
কেনো চাই হেমন্ত সব যায় জেনে।
তারকার চাহনিতে ঝলমলে আলো,
ঝিরিঝিরি বাতাসটা আরো লাগে ভালো।

ঘাসের পাতায় জমা শিশিরের জল,
সকালের মিঠা রোদে করে ঝলমল।
এমন মধুর দিনে ভোরে হাঁটাহাঁটি,
শিহরিত মন জুড়ে আনন্দ বাটি।

বাংলার এতো রূপ হৃদয়ের মাঝে,
হেমন্ত এসে গেলো শোভাময় সাজে।
খুব কড়া রোদ নয় হিম ভাব গায়,
ভোরের শিশির দেখে মন ভরে যায়।