ঝিরিঝিরি বাতাসের ধীর গতিবেগ,
আকাশটা ফাঁকা নয় ভরা কালো মেঘ।
ঊর্ধ্বাকাশ লাল করে রবি ডুবে যায়,
বেনোজল ভরে উঠে সেই লালিমায়।
পথঘাট ফসলাদি সব গেলো ভেসে,
বানে ঘেরা তান্ডবের চুরমার শেষে।
বাড়িঘর ডুবু জলে করে অসহায়,
বেনোজল নেমে গেলো তার সীমানায়।
বান শেষে জনস্বাস্থ্য হুমকির মুখে,
সম্পদ হারিয়ে তারা আরো আছে শোকে।
শুভদিন যতদিন তাদের না আসে,
সামর্থ্য যার আছে ছুটে যাও পাশে।
ভরে উঠা খাল বিল সংস্কার নাই,
মরা নদী জলে ভেসে লোকালয়ে ঠাঁই।
গাছপালা কেটেকুটে গড়ে তুলে বাড়ি,
বাবুগিরি পেয়ে বসে লাগে তার গাড়ি।
এলোমেলো কারখানা ঘন-কালো ধোঁয়া,
বাতাসের গায়ে লাগে বিষাক্ত ছোঁয়া।
পরিবেশ বিনষ্ট করে ধরাশায়ী,
ভৌগলিক অবস্থাও সামান্য দায়ী।
ভরে উঠা মরানদী খাল বিল আর,
সংস্কারে সমাধান মূল সমস্যার।
লোকালয়ে বেনোজল কম যেনো আসে,
পরিবেশ ভরে তোলো গাছপালা ঘাসে।