বাসন্তীর এই দিনে মন ভরে আজ,
মউ বন ফুলে ভরা ডাকে ঋতুরাজ।
ফুলের সুবাস আর ভ্রমরার গান,
বাগানের কাছে গেলে জেগে উঠে প্রাণ।
ফাগুনের মায়া ভরা কত-শত ফুল,
মন জুড়ে রঙ লাগে সেইসাথে দোল।
চেয়ে দেখো প্রজাপতি পাপড়িতে ঘেঁষা,
উড়ে এসে অলি খুঁজে করে মেলামেশা।
ফুলবনে ঘুরে ঘুরে ভরে তুলে ঘর,
গুনগুন সুর তুলে নেই অবসর।
মধুকর তিলেতিলে মৌচাক ভরে,
ফুল থেকে মধু নিয়ে সঞ্চয় করে।
প্রভাকর এসে দেয় ঝলমলে আলো,
বিমোহিত চারিদিক সময়টা ভালো।
এমন মধুর দিন বাংলায় আসে,
প্রীতি সাজে ঋতুরাজ উঠে ইতিহাসে।
রাত শেষে ভোর হলে হেসে উঠে রোদ,
মিষ্টি রোদের আঁচে জাগে প্রীতিবোধ।
তাজা ফুল মন জুড়ে ঘুরপাক খায়,
বাগানটা ছেড়ে যেতে মনে নাহি চায়।
চারিদিকে কত ফুল পাখিদের গান,
চোখ মেলে যত দেখি তত মায়াটান।
ঋতুরাজ অনুভবে পুলকিত আঁখি,
বাসন্তী সুখ তুলে মন ভরে রাখি।