বাংলার ফুল ফল বাংলার মাটি,
ফুলে ফলে ভরে উঠে করে পরিপাটি।
পাকা ধানে ভরে যায় ফসলের মাঠ,
নদী তীরে গড়ে উঠে সারিবাঁধা ঘাট।
বরিশালে লোকে বলে ধান নদী খাল,
ধানে মাছে ভরে উঠে ঘরে মালামাল।
সরিষার ফুল দেখে চনমনে আঁখি,
ভরে উঠে গাছপালা বাঁশঝাড়ে পাখি।
সারা দেশে ঘরে যায় বগুড়ার আলু,
কলা আর তরমুজ আরো লাগে ভালো।
কুমিল্লার রসমালাই বগুড়ার দই,
নাটোরের কাঁচাগোল্লা খেয়ে হইচই।
রাজশাহী নওগাঁর আমে ভরে দেশ,
জনতার হুড়োহুড়ি খেয়ে বলে বেশ।
কাঁঠালের স্তুপ করে গাজীপুরবাসী,
ঘোড়াশালে লটকন ঘরে তুলে চাষী।
পাহাড়ের গায়ে আজ কমলার চাষ,
চাষী ভাই আশেপাশে করে বসবাস।
দুধ দই ছানা আর কাঁঠালের কোষ,
পেট ভরে খেয়েদেয়ে মনে উঠে জোশ।
নরসিংদির কলা ও ঈশ্বরদীর লিচু,
স্বাদ পেয়ে বলে উঠে চাই আরো কিছু।
মিঠা জলে ছোট মাছ কিলবিল করে,
গামছাটা গায়ে দিয়ে দলবেঁধে ধরে।
সাভারের মাঠ জুড়ে বেলী জবা জুঁই,
লাল হলুদ গোলাপে থাকে ছুঁইছুঁই।
গড়ে উঠে দেশ জুড়ে শোভাময় বীথি,
এটাই যে ঋতু ভেদে বাংলার রীতি।