মাঠঘাটে ভরা থাকে কাঁচা পাকা ধান,
গাছের আগায় বসে কোকিলের গান,
ভোর হলে ফুটে উঠে বেলী জবা জুঁই,
খাল বিল ছোট নদী জলে ছুঁইছুঁই।
ফাগুনে শিমুল বনে লালে লাল ফুল,
শরতে বাতাস আনে কাশবনে দোল,
শাখা জুড়ে পাখিগুলো ভোর হলে জাগে,
পাতে উঠে পিঠা পুলি যার যার ভাগে।
আম্র কাননে থাকে মুকুলের ঘ্রাণ,
ভোরের শিশির দেখে জাগে মন-প্রাণ,
যখন সন্ধ্যা নামে কূল ঘেঁষা ঢেউ,
সোনালী আভায় বসে দেখে কেউ কেউ।
আম জাম লিচু কলা কাঁঠালের দেশ,
বৈশাখে গাঁয়ের মেলা জমে উঠে বেশ,
আষাঢ়ে চাঁদনী রাতে জোছনার আলো,
মেঠো পথে হেঁটে গেলে কত লাগে ভালো।
পাহাড়ি চা এর দেশ সবুজের হাট,
পায়ের পাতায় থাকে সরু পথঘাট,
কচি পাতা ভরে উঠে শিশিরের জলে,
দৃষ্টি সীমায় মন কত কথা বলে।
ঝুম বৃষ্টি ধুমধাম খালে আর বিলে,
টলটলে মিঠা জলে ছোট মাছ মিলে,
সাগরের নোনা জলে রূপালী ইলিশ,
সোনার খনির মতো ওগো জগদীশ।
আলু মুলা লাল শাক পুষ্টিতে ভরা,
রবি চাষে ভরা ক্ষেত নিজ হাতে গড়া,
সরিষার ফুল দেখে মনে উঠে দোল,
শস্য-শ্যামল এই বাংলার কোল।