গাজীপুর ঢাকা হয়ে ছোট এক নদী,
কলকল ধ্বনি তুলে চলে নিরবধি।
বালুনদী ভরা আজ আলো ছায়া জল,
ভরা নদী সেইসাথে আছে কোলাহল।
আঁকাবাঁকা ছোট নদী দুই তীর কাছে,
তবু যেনো কূল ঘেঁষে বহু জল আছে।
তীর ঘেঁষা গাছপালা ছায়া দেয় জলে,
ছুটে এসে কত লোক কত কথা বলে।
তরী আসে তরী যায় কলকল ধ্বনি,
ছায়া ঘেরা দুই তীরে আছে বনাবনি।
সারি বাঁধা তরীগুলো ঘাটে এসে ভীড়ে,
পারাপারে কত লোক আসে দুই তীরে।
পাশ দিয়ে কাশবনে ফুটে উঠা ফুল,
তীর ঘেঁষে হেঁটে গেলে গায়ে লাগে দোল।
বিকেল গড়িয়ে গেলে যতো লোক আসে,
দলবেঁধে তীরে বসে মন খুলে হাসে।
কেউ কেউ ভাড়া করা ছোট নায়ে চড়ে,
জল থেকে রঙ নিয়ে বন্ধুত্ব গড়ে।
মাঝিভাই হাসিখুশি তীর ঘেঁষে যায়,
আনন্দে গলা ছেড়ে ভাটিয়ালি গায়।
স্রোত নেমে যোগ করে গাজীপুর ঢাকা,
শোভাময় বীথি থেকে জল ছায়া আঁকা।
বালুনদী ঘুরে দেখে যতো টুকু জানি,
দলবেঁধে ভ্রমণের আছে হাতছানি।
তীরে বসে চোখ যায় কূল থেকে দূরে,
জল ঘেঁষে সাদা বক পাখা নেড়ে উড়ে।
মন থাকে সুশীতল বসে লাগে বেশ,
সেইসাথে আরো আছে ভালো পরিবেশ।