অবিরল যতো ছুটে তপোবনে রাধা,
শরতের স্মৃতি টানে শোরগোল ধাঁধা।
বৈরিতায় প্রতিদিন আসে যায় ভোর,
বাজলো না শরতের আগমনী সুর।

ম্যাড়মেড়ে ঋতু যায় লাগলো না কাজে,
শোভাময় বীথিগুলো আজ কোন সাজে?
কাঠফাটা রোদ উঠে টান টান খরা,
ফুটে উঠা কাশফুলও মরিচায় জরা।

দেখিনি কভু এমন বৈরী আশ্বিন,
রোদ মাখা তেজ যেনো চৈত্রের দিন।
মাঝে মাঝে ছুটে এসে মেঘমালা ঘুরে,
গা জ্বালা গরম আরো তিনগুণ ছুড়ে।

কড়া রোদ বয়ে আনে উজ্জ্বল রবি,
আশ্বিনেও ফুটে উঠে বৈশাখী ছবি।
সময়ের মায়াটান কোনঠাসা আজ,
শরতের মূল সাজে নেই কারুকাজ।

কখনো বাদল শুরু মহাধুমধামে,
শরতের কোল জুড়ে অসাড়তা নামে।
আকাশের ছায়া দেখে বাড়ে আফসোস,
স্মৃতির জানালা খুঁজে শরতের দোষ।

মনের রূপালী টানে অঞ্জন ঝরে না,
সময় কারো জন্য অপেক্ষা করে না।
কমলহীন নিয়তি মানতেই হয়,
ঋতু জুড়ে সুধামনে যতো থাক ভয়।

বাংলার এতো রূপ হৃদয়ের মাঝে,
এবারের শরতটা আসলো না কাজে।
তবু মন অপেক্ষায় হেমন্তের আগে,
শুভদিন যদি পড়ে কম বেশি ভাগে।