বাবুই পাখি এক গাছে শত বাসা গড়ে,
তাল গাছের আগ ডালে পাতা ছিদ্র করে।
এক ডালে বহু বাসা
শিল্পগুণে থাকে ঠাঁসা
শক্তভাবেই টিকে থাকে রোদ বৃষ্টি ঝড়ে।
একদল বুনন কাজে তাঁতি পাখি যারা,
ছন নিতে হোগলা বনে অন্য দলে তাড়া।
ছন দিয়ে বাসা বুনে
ঠোঁটে ধরে গুনে গুনে
শিল্পে ঠাঁসা বাসাগুলো ঝুলে ডালে খাঁড়া।
কাঁটাযুক্ত গাছ দেখেই নিরাপদ ভাবে,
নিরাপদ বুঝেশুনেই বাসা করে যাবে।
একে একে করে বাসা
বুক ভরা থাকে আশা
কাটা ভরা তাল পাতায় নিরাপত্তা পাবে।
তাল গাছের খোঁজ করে অন্য গাছেও চড়ে,
মনের সুখে বাসা তার বুনা শুরু করে।
লোকালয় কাছে দেখে
তার মনে রঙ মেখে
উচু গাছ দেখেশুনেও তার নীড় গড়ে ।
লোকালয় দেখে দেখেই ওরা করে বাসা,
ধান চাল খেয়ে বাঁচবে এটা তার আশা।
আরো খায় পোকা, ঘাস
খেয়ে বাঁচে বারোমাস
বাসা তৈরির সেই গাছ লোকালয় ঘেষা।
অতি কষ্টে বাসা করেই নিজ ঘরে থাকে,
চড়ুই পাখি উড়ে গেলে গর্ব বরে ডাকে ।
ওরা কেনো কাছে উড়ে
আমি থাকি নিজ ঘরে
নিজ ঘরে থাকে বলেই ঠোঁটে কথা রাখে।