সময়টা তাকে দাও যার মন ভার,
এর চেয়ে সুসময় পাবে নাতো আর।
ক্ষণকালের দুনিয়া এটা মনে রাখো,
সমাজের ভালো কাজে জলছবি আঁকো।
কেউ দেখি অসময়ে রাতদিন কাঁদে,
তার হাতে কত লোক পড়ে যেতো ফাঁদে।
ছল-চাতুরী-ক্ষমতা ছিলো সীমাহীন,
চাঁদ দেখে বলে যেতো রাত নয় দিন।
ঠোঁটে মুখে মৃদু হাসি কামনায় ভোর
লাগামটা ছেড়ে দেয় অনন্তপুর।
পরে দেখো তার ঘরে চৈতালি খরা,
অবস্থা বেসামাল লাগামটা ধরা।
অকারণে চেপে ধরে বুকে বহু বল,
কত শত রবি শশী করে পদতল।
যত পায় তত খায় আরো তার চাই,
বাপকে ছাড়েনা পাপ এটা জানা নাই।
স্রোতমুখী দাঁড় টেনে চড়ো সেই নায়,
পরে দেখো জীবনটা কত ভালো যায়।
সময় হাতে রেখেই সৎ পথ ধরো,
কথা কাজ এক রেখে জীবনটা গড়ো।
চারিপাশে যত লোক আজ অসহায়,
অনাহারে নতজানু সাহায্য চায়।
যার কোন কূল নাই তাকে দাও বুক,
ভালো কাজ করে পাবে অনন্ত সুখ।