মানুষ মানুষের জন্য এটা মনে রাখো,
সমাজের ভালো কাজে জলছবি আঁকো।
সময়টা তাকে দাও যার দরকার,
এর চেয়ে সুসময় পাবে নাতো আর।
কেউ দেখি অসময়ে রাতদিন কাঁদে,
তার হাতে কত লোক পড়ে যেতো ফাঁদে।
ছল-চাতুরী-ক্ষমতা ছিলো সীমাহীন,
ঘরে ছিলো ইটা বালি ছাদে ছিলো টিন।
ঠোঁটে মুখে মৃদু হাসি মনে মনে চোর,
লাগামটা নিয়ে যায় অনন্তপুর।
আজ দেখি তার ঘরে চৈত্রের খরা,
অবস্থা বেসামাল লাগামটা ধরা।
জাফর-রা সব পারে বুকে বহু বল,
কত শত রবি শশী করে পদতল।
যত পায় তত চায় ঝড় তোলা প্রীতি,
পাপ তো ছাড়ে না বাপ জগতের রীতি।
ঘর ভরে টাকা চাই করে খাইখাই,
ঘুষ খেলে ঠুস আছে সেই হুশ নাই।
সুখ যদি কেনা যেতো না ধরতো চির,
খলিফা হারুন কেন হবে মুসাফির?
স্রোতমুখী দাঁড় টেনে চড়ো সেই নায়,
পরে দেখো জীবনটা কত ভালো যায়।
এখনো সময় আছে সৎ পথ ধরো,
ভালো কথা ভালো কাজে জীবনটা গড়ো।
পাশাপাশি যত লোক আজ অসহায়,
পরিহাসে নতজানু সাহায্য চায়।
যার কোন কূল নাই তাকে দাও বুক,
তাহলেই তুমি পাবে অবারিত সুখ।