রবি আজ করে গেলো লুকোচুরি খেলা,
আলো আর আঁধারেই শেষ হলো বেলা।
কালো মেঘে আকাশটা ছেয়ে বারবার,
সন্ধ্যা নামার আগেই ঘোর অন্ধকার।

মেঘমালা চারিদিকে ঘিরে ধরে রবি
মেঘের আড়াল থেকে ভাসে জলছবি।
কালো মেঘ সরে যায় রবি উঠে হাসে,
আকাশটা ফাঁকা হয় রোদ আলো ভাসে।

মেঘমালা আনে নাই বাদলের ধারা,
বাসন্তী সাজ দেখে কারো নেই তাড়া।
কদাকার ভাব নিয়ে আকাশটা চুপ,
ঝিরিঝিরি বাতাসটা ছিলো অপরূপ।

টান টান রোদ নেই মাঝে মাঝে ছায়া,
চৈত্রেও মনে জাগে শরতের মায়া।
সামান্য হিম ভাবে মন উদাসীন,
এই রোদ এই ছায়া কেটে গেলো দিন।

ঝিরিঝিরি বাতাসের গতিটাও কম,
মেঘ জমা ভেলা নেয় থেমে থেমে দম।
জমে উঠে সাদা মেঘ চলে ধীরে ধীরে,
কখনো বা ভারী হয়ে আকাশটা ঘিরে।

এমন মধুর ক্ষণ চৈতালি টানে,
হাহুতাশি ভাব নয় হিম ভাব আনে।
সুধাময় রূপে ছিলো বসন্ত সাজ,
রূপ দেখে বুঝা গেলো এটা ঋতুরাজ।