এই পড়ে ঝিরিঝিরি এই তুলোধোনা,
ভেলা হয়ে মেঘমালা করে আনাগোনা।
থেমে থেমে শুরু হয় ভারী বর্ষণ,
থৈ থৈ জল দেখে জেগে উঠে মন।
হাহুতাশি গরমের নেই অনুতাপ,
আজ দেখি বাতাসেও হিম হিম ভাব।
গাছপালা ভিজে উঠে খুঁজো হয়ে যায়,
বৃষ্টিটা থেমে গেলে পাতা মেলে চায়।
তীর বেগে নেমে আসে বড় বড় ফোঁটা,
মাটি বেয়ে গড়াগড়ি থৈ থৈ উঠা।
মেঘ জমে গড়ে তোলে ঘনকালো রূপ,
বৃষ্টির ফোঁটা ঝরে পরে হয় চুপ।
চারদিকে জমা হয় বর্ষার জল,
ভরে উঠে মাঠঘাট করে টলমল।
পরিমিত জল পেলে চাহিাদাটা মিটে,
তারচেয়ে বেশি হলে ঘিরে বড়ি ভিটে।
টানা জলে শহরের পথঘাট ভাসে,
দরকারী যোগাযোগে দুর্ভোগ আসে।
চলাচলে বাঁধা হয়ে ব্যস্ততা থামে,
পথেঘাটে জমা জল ধীরে ধীরে নামে।
মাঝে মাঝে মনে হয় কুয়াশার ছবি,
মেঘমালা কেটে যায় হেসে উঠে রবি।
রবি হাসে রোদ আসে শোধ করে ঋণ,
এভাবেই কেটে যায় আষাঢ়ের দিন।