রেমাল যে বেসামাল সাবধান হও,
আগে তার খোঁজ রাখো পরে কথা কও।
বিপদের ভাব বুঝে সরে যাও দূরে,
সাগরের উপকূলে জল পাকে  ঘুরে।

বেঁচে যেতে বারেবারে ঘোষণাটা শোনো,
জীবন বাঁচার পরে শুকতারা গুনো।
নিরাপদে সরে গেলে জানমাল বাঁচে,
সেইসাথে পানাহ্ চাও বিধাতার কাছে।

বড়ো কোনো ক্ষয়ক্ষতি না হলেই ভালো,
খবরের সব পথ করে দাও চালু।
হও যদি সাবধান ভয় নাই তবে,
বিপদ আড়াল করে বেঁচে থাকো ভবে।

উঁচু ঢেউ ছুটে আসে ভাসে বাড়িঘর,
উপকূলবাসী বাঁচে সাধনার পর।
জীবনটা অমূল্য মনে রেখো ভাই,
বাড়ি ছেড়ে দ্রুত নাও নিরাপদে ঠাঁই।  

সরে গিয়ে বেঁচে থাকো সেই তবে ভালো,
আজীবন দেখা পাবে দুনিয়ার আলো।
ভাঙে বাড়ি ভাঙে ঘর সুখী সংসার,
দুমড়ে মুচড়ে সে যে করে ছারখার।

অশান্ত ঝড় যদি উপকূলে আসে,
সাগরের নোনাজলে বাড়িঘর ভাসে।
ব্যাপক ক্ষতির মুখে পড়ে জানমাল,
হয়ে যাও সাবধান আসছে রেমাল।