আঙগুর বাড়ির দুলাভাই
লোকটা কত ভালা,
একটা মাত্র শালী আই
বেগগুন তার শালা।।
শাড়ি চুড়ি গয়না লইয়্যা
আইছুইন আঙগুর বাড়ি,
মিষ্টির হাঁড়ি আতত লইয়্যা
উইঠ্যাই দেন ঝাড়ি।।
কইরে আছো আর পারিনা
মুখটা করে কালা।।
মিষ্টি মিষ্টি হথা কয়
নোয়াখাইল্যা পোলা,
আন্নে দেহুন ভাবটা হেতার
আশি টেহা তুলা।।
আঙগুরে কয় কুটনী বুড়ি
হগগুলরে কয় শালা।।
হেতার সামনে বেগগুন গেলে
হুইট্যা উডে হাসি,
হথায় হথায় ভেঙচি কাডে
এইডা বারোমাসি।।
শালা শালী কিল ঘুসি দেয়
হিডে লইছুইন ছালা।।
আরে ও দুলাভাই
উইট্যা কোনডায় যান,
হিডেত তুইন ছালা তুইয়্যা
হান সুবারী খান।।
আঙগুর হাতের মুইঠ্যা খাইছুইন
অহন আন্নের পালা।।