পৌষেও আজ গেলো চৈতালী টান,
কড়া রোদে চুপ ছিলো নীল আসমান।
চারিদিক সুনসান বাতাসটা চুপ,
সারাদিন দেখা গেলো ঝলমলে রূপ।

রবি দেখে মনে হলো আজ নেই লাজ,
সারা গায়ে লাগে নাই হিম ভাব আজ।
লাল রবি নিয়ে এলো ঝলমলে ভোর,
আলো ফুটে ঘুরে গেলো কুয়াশার মোড়।

উড়ে আসা পাখিগুলো সুরে গান গায়,
মাথার উপর দিয়ে দ্রুত উড়ে যায়।
সন্ধ্যাটা নেমে এলো ঝিলমিল সাজে,
পাখিদের ডাকাডাকি কানে এসে বাজে।

আকাশের লালিমায় মেঘমালা নেই,
ঝিম ধরা গাছপালা যেই আছে সেই।
নীলিমায় দেখা মিলে ঝলমলে আলো,
রবি ডুবে পরে হলো ধীরে ধীরে কালো।

সন্ধ্যাটা চোখ জুড়ে দোলা দিয়ে যায়,
খোলা মনে ফুল ফুটে সেই ভরসায়।
এমন মধুর ক্ষণ খুব কম আসে,
সাঁঝের বেলার রূপ মুখ তুলে হাসে।

সুখের দুয়ারে মনে মেঠো সুর উঠে,
ঝলমলে দিন পেয়ে অজানায় ছুটে।
নীম ছোঁয়া আকাশের আজ নেই ঋণ,
বলা যায় আজ গেলো আরামের দিন।