মরণের ভয়ে উঠে কাঁপুনিটা গায়,
দুনিয়ার সব দায় দূরে চলে যায়।
ভুলে মন দুনিয়ার মিছে মায়াটান,
লাব্বাইক ধ্বনিতে মনে উঠে বান।
দুনিয়া ও আখিরাতে মালিকানা যাঁর,
তাঁর ভয়ে শুরু হয় মনে তোলপাড়।
হাশরের ভয় মনে নাড়া দিয়ে উঠে,
বিধাতার বাণীগুলো মুখ থেকে ফুটে।
হাহুতাশি মন জুড়ে উঠে দিকপাল,
ছেড়ে যায় দুনিয়ায় আহরিত মাল।
বাড়িঘর সংসার পেরেশানি ভুলে,
পরপার কাছে ভেবে মন প্রাণ খুলে।
সংযমে এই মন আলোড়িত করে,
মনে চায় থেকে যাই আজীবন ধরে।
দিনভর বসে থেকে নেই পেরেশানি,
ভাবনাতে আখিরাত বিধাতার বাণী।
লাব্বাইক ধ্বনিতে দেহমন দোলে,
ক্ষণে ক্ষণে চোখ যায় সৃষ্টির কোলে।
পাপের বোঝা মাথায় ঝড় উঠা বানে,
মোমিনেরা ছুটে যায় শেকড়ের টানে।
মনের দুয়ার খুলে করে সংযম,
ভালোটাই মনে আসে ভুল হয় কম।
জগতের মোহমায়া ঘোরগুলো কাটে,
লাব্বাইক ধ্বনি উঠে আরাফার মাঠে।