দিন দিন বেড়ে চলা মানুষের ভীড়,
সংসার গড়ে তুলে ভরে উঠা নীড়।
ঘরমুখো বাঙালীর মোহময় টান,
মায়ার বাঁধন সে তো বিধাতার দান।
খুব বেশি দেরি নয় কিছুদিন পরে,
স্বজনে স্বজন বাড়ে প্রীতিভাব গড়ে।
অবারিত মায়াটান কোলসুধা মন,
বাঙালীর স্মৃতিপটে এই তো জীবন।
ভাবনাটা রাখে মনে সেও তো মানুষ,
সদাচারে উভয়েই মনে রাখে হুশ।
দলবেঁধে বসবাসে উপকার পায়,
সমমনা প্রতিবেশী ভালো দিন যায়।
একতায় করা যায় বড়ো কাজে জয়,
ভীতি ছেড়ে রীতি হয় প্রীতি শোভাময়।
ভালো কাজে সাথী হয় মন্দটা ছাড়ে,
দিন দিন প্রীতিভাব এভাবেই বাড়ে।
বিপদ-আপদে পড়ে পাশাপাশি হাঁটে,
যার যার কাজ করে খায় এক ঘাটে।
সাদা চোখে বুঝা দায় কে কার ঘরণী,
চোখ মেলে চেয়ে দেখে উজ্জ্বল ধরণী।
বাঙালীর সাদা মনে কাদা লেগেছিলো,
তরুণেরা পথে নেমে প্রতিদান দিলো।
খাদকের নিপীড়নে আর নয় ছাড়,
এই দেশ কারো নয় লাখো জনতার।
সোনার মানুষ হবে সব ঘরে ঘরে,
ভয়ভীতি ছেড়ে আজ সংস্কার করে।
উপভোগ করা চাই যতোটুকু যার,
জনগণ ভাবে আজ পাবে অধিকার।