এমন মানুষ চাই যাই খুঁজে খুঁজে,
কথা আর কাজে যেনো সমতাটা বুঝে।
লোভ নাই ক্ষোভ নাই চলে ভাই ভাই,
নিরাপদ ভূরিভোজে হরিলুট নাই।
যত সাজ দেখি আজ ভাবনায় বাজে,
বেশি আয় বেশি খায় সেইভাবে সাজে।
হউক না পরধন তবু উদাসীন,
খাই খাই ভাবে থাকে ভাবলেশহীন।
ইচ্ছেটা মনে রাখে আচরণ ভালো,
খোলসেই ফুলবাবু মনে নেই আলো।
সুযোগটা কবে আসে ভাবনায় রাখে,
হরিলুটে নিজ মুখ আয়নায় ঢাকে।
বাজে ভালো কাজে নয় করে বকবক,
মুখ দেখে বুঝা দায় মন প্রতারক।
এমন মানুষে ভরা এই দুনিয়ায়,
পাশাপাশি কাছে গেলে পিষে দেয় সায়।
বিড়বিড় সুরে বলে ওরে বাছাধন,
সাগরের কত জল টের পাবে মন।
গুপ্তধন পেয়ে গেছো ভাবছো তো বেশ,
আজ তুমি ভালো আছো কাল হবে শেষ।
এমন মানুষ নাই যার কাছে যাই,
প্রয়োজনে নিরাপদে নিতে পারি ঠাঁই।
জীবন যৌবন গেলো অকারণে বুঝি,
যার কাছে পাবো ঠাঁই এখনো যে খুঁজি।