মন জুড়ে রঙ মেখে গুনগুন গাই,
জনতার চোখে আমি কবি হতে চাই।
চারিদিক চেয়ে দেখে ভাবনাটা উঠে,
মনে আসা কথাগুলো ফুল হয়ে ফুটে।
সাগরের জল দেখে মনে উঠে দোল,
ফোঁসে উঠে অতঃপর ভাসে উপকূল।
সময়টা চলে গেলে নেমে যায় জল,
ভাবনায় উঠা-নামা করে বিহবল।
কবিমন কবিতায় ঘুরঘুর করে,
সুর তালে ছন্দকে আঁকড়িয়ে ধরে।
সময়ের দোলাচালে মনে উঠা সুর,
স্থির হয়ে কবিতায় থাকে ভরপুর।
প্রকৃতির লীলাখেলা যতো ঘটে যায়,
কলমের ছোঁয়া পেয়ে আসে কবিতায়।
ঘটে যাওয়া ঘটনা মনে বাঁধে ঘর,
সুধামনে রূপ দিতে সাজে পরপর।
জল তরঙ্গ উঠে জলে ভেসে যায়,
কবিমন বলে উঠে মরি হায়হায়।
জগতের মোহটানে ভাবনাটা যার,
মন জুড়ে ঢেউ তুলে করে তোলপাড়।
রবি শশী মনে ঢুকে যতো নাড়া দেয়,
কবি তার মন জুড়ে ছবি এঁকে নেয়।
সুর আর তাল উঠে বসে কমা দাঁড়ি,
ধীরে ধীরে গড়ে উঠে কবিতার বাড়ি।
জগতের রূপ দিতে যতো আশা বুকে,
ছবি হয়ে মনে জুড়ে সারিবেঁধে ঢুকে।
জগতের সবকিছু মনে নেয় ঠাঁই,
অমর হতেই আমি কবি হতে চাই।