মাঠ ভরা পাকা ধান মাঝখানে নদী,
শোভাময় বীথি ঘিরে চলে নিরবধি।
রাত শেষে ভোর হলে কত পাখি গায়,
রবি উঠে চাষী ভাই ক্ষেতে চলে যায়।

শরৎ ও হেমন্তে কাশবনে দোল,
সেইসাথে জলে ভাসে শাপলার ফুল।
পরিযায়ী পাখি আসে এই বাংলায়,
নায়ে চড়ে মাঝি ভাই ভাটিয়ালি গায়।

আম জাম লিচু কলা আরো কত ফল,
সাগরের উপকূলে ঢেউ তোলে জল।
চাঁদরাতে জোয়ারের জমে উঠে খেলা,
ঢেউ দেখে মনে হয় জোছনার ভেলা।

কৃষকের মন ভরে আমন আর রবি,
ঘাম ঝরা জমিতেই তার জলছবি।
একতিল জমি আজ নেই অনাবাদি,
কৃষি অফিস থেকেই পায় সুবিধাদি।

ছোট সরু মেঠোপথ চড়া করে পাকা,
আনাগোনা দুই ভাগে মাঝখানে ফাঁকা।
কারো ঘরে নেই আজ কুপি হারিকেন,
বিজলির আলো জ্বলে বৈদ্যুতিক ফ্যান।

বোঁটা ধরে ঝুলে থাকা গাছপাকা ফল,
ভালো লাগে বর্ষায় থৈ থৈ জল
বাংলার এতো রূপ হৃদয়ের মাঝে,
ফসলের মাঠ থাকে শোভাময় সাজে।

সোনার ফসল ফলে যতো জমে ক্যাশ,
কৃষকের হাত ধরে গড়ে উঠে দেশ।
ফুটে উঠে এতো রূপ এই বাংলায়,
আলোছায়া শ্যামলিমা তাতে শোভা পায়।