পৌষেই ছুটে আসে শোভাময় দিন,
জলকণা শোধ করে গরমের ঋণ।
ঘন সাদা কুয়াশায় চারিদিক ভরে,
অবিরাম হিম হিম জলকণা ঝরে।
কুয়াশায় ঢাকা পড়া ম্রিয়মাণ রবি,
পৌষ মাসে এটাই তো বাংলার ছবি।
প্রভাকর উঁকি দেয় কুয়াশার ফাঁকে,
ভেজা গায়ে ঘাসফুল চুপচাপ থাকে।
হিম হিম ছোঁয়াটাই শিহরণ আনে,
সন্ধ্যাটা পার হলে কম্বলে টানে।
রাত শেষে ছুটে আসে সুশীতল ভোর,
শিশিরের কণা এসে মনে বাজে সুর।
খেজুরের গাছ আর হাঁড়িবাঁধা সারি,
কেউ খায় কাঁচা রস কেউ করে তাড়ি।
যতো শীত তত রস তত ভালো মান,
কাঁচা রস খেয়ে গাই তার গুণগান।
হৃদয়ের টান আর শীতে শিহরণ,
ভাবনায় হুলি খেলে হিম সাজে মন।
হলুদের মহারণে সরিষার ফুল,
বেলা শেষে পায়ে হেঁটে মনে উঠে দোল।
শাখা জুড়ে পাখিগুলো ভোর হলে জাগে,
পাতে উঠে পিঠা পুলি যার যার ভাগে।
হিম হিম ভাব নিয়ে যতো অভিলাষ,
শিশিরের ছোঁয়া নিয়ে এলো পৌষ মাস