কাঁপুনির ঝাকুনিতে কুয়াশায় ঘিরে,
বাংলার কোল জুড়ে পৌষ এলো ফিরে।
উত্তরের জনপদে কনকনে শীত,
কান-মাথা ঢেকে শুরু পৌষের গীত।

দক্ষিণে এখনো যে সহনীয় ভাব,
থাকবে না বুঝা যায় দুপুরের তাপ।
ভোর হলে ঘিরে আসে কুয়াশার দানা,
এই বুঝি শীত এলো সকলে জানা।

শহরের চিলেকোঠা এখনো যে ঘুমে,
হিম হিম ভাব শুরু গেলো রবি সোমে।
কড়া শীত এসে যাবে আর ক'টা দিন,
ঘরমুখো দিন যাবে নড়া-চড়াহীন।

দিনে থাকে মুটামুটি আলো ঝলমল,
অতি মৃদু কুয়াশায় থাকে কোলাহল।
শীতের প্রকোপ নেই মুখে মৃদু হাসি,
ছায়ারূপে পড়া রোদ পড়ে থাকে বাসি।

সরিষার ক্ষেত জুড়ে ফুটে নাই ফুল,
অসময়ে ফুল নিয়ে ভাবনাটা ভুল।
ঝলমলে রোদ দেখে মধুকর হাসে,
মধুর আশায় থেকে পাকা মেলে ভাসে।

দক্ষিণের জনপদে পরিবেশ ভালো,
দিবাকর উঠে এসে দিয়ে যায় আলো।
প্রীতিময় রোদ ঘেঁষা কাঁপুনি বিহীন,
দিনভর দেখা মেলে ঝলমলে দিন।

নবান্ন করে গেলো চেতনায় বাস,
শিশিরের ছোঁয়া নিয়ে এলো পৌষ মাস।
পিঠা পুলি শুরু হবে বাংলার ঘরে,
নবান্ন শোভা পাবে পৌষ মাস ধরে।