তুমি থাকো দূরে দূরে তবু মনে রাখি,
আঁখি জলে ঢেউ তুলে করি ডাকাডাকি।
মনে আজ নেই সাজ
ভালো নেই কোনো কাজ
তুমি বলো নেই লাজ বেশরম নাকি?

একদিন বলেছিলে শুধু ভালোবাসি,
পাওনাটা বুঝে নেবো সে জন্য আসি।
জীবনের যত বাঁক
পায়ে পিষে হাঁক-ডাক
জ্বালাতন যত থাক রবো পাশাপাশি।

আশা ভরা দৃষ্টিটা চলে যেতো দূর,
কথা বলে হয়ে যেতো রাত নিশি ভোর।
যাকে মন পেয়ে যায়
মন জুড়ে শোভা পায়
আজ রাখো ভাবনায় তুমি মনচোর।

ভাবনায় সারাদিন খায় ঘুরপাক,
ভালোবেসে জীবনটা যায় যদি যাক।
খাঁটি প্রেমে নেই জ্যাম
অবতার হয়ে শ্যাম
মনে থাকা খাঁটি প্রেম স্মৃতি হয়ে থাক।

যত দূরে যাও তবু ভাবনাটা আসে,
আমি শুধু ভেবে যাই তুমি নেই পাশে।
করো তুমি বিচরণ
ভাবনায় সারাক্ষণ
দূরে থেকে এই মন শুধু ভালোবাসে।

কাছাকাছি হয়তো-বা আছে কেউ কেউ,
চির সুখী আলপনা আঁকবে না সেও।
ভালোবাসা যদি চাও
ফিরে এসে মন দাও
কাছে এসে দেখে যাও আঁখি জলে ঢেউ।