ঝলমলে আলো আর উজ্জ্বল তারা,
আবেগের রঙ তুলে জেগে উঠে পাড়া।
আজ থেকে হেমন্ত এটা নয় ভুল,
সেইসাথে আকাশেও জোছনার ফুল।

শোভাময় হেমন্তে ঘোর লাগা আঁখি,
ভোররাতে শিশিরের ছোঁয়াটাই বাকি।
উড়ু মন পুরো হয়ে জমে উঠে খেলা,
মনে চলে আনন্দে জোছনার ভেলা।

শুরু হলো সামান্য হিম ভাব গায়,
বাতাসের ছোঁয়া পেয়ে মন ভরে যায়।
হেমন্ত রাতে আজ কতো লাগে ভালো,
চারিদিক চকচকে জোছনার আলো।

ঘন নীল আকাশটা সাদা হয়ে ভাসে,
ঝলমলে রূপ নিয়ে চাঁদ তারা হাসে।
জোছনার রূপ দেখে মনে উঠে দোল,
ধবধবে সাদা আজ আকাশের কোল।

ঝলমলে আকাশটা হেমন্ত আনে,
চাঁদ রাতে মনোতরী জোছনায় টানে।
শিশিরের জলকণা মন ছুঁয়ে যায়,
হেমন্ত এসে গেলো এই বাংলায়।

আকাশের গায়ে আজ শতকোটি তারা,
মন ভরে দেখে নাও জেগে আছো যারা।
এমন মধুর ক্ষণ হেমন্তে আসে,
চেয়ে দেখো তারাগুলো মিটমিটে হাসে।