গোলাপের খোঁজ করে শুভদিন যায়,
পথ চেয়ে বসে থাকি সেই ভাবনায়।
আশাগুলো বাসা বেঁধে ভরে উঠে ঘর,
প্রতিদিন কাল বলে তুমি করো পর।

টেলিফোনে বারেবারে এক কথা শুনি,
দিন শেষে বাসি হয় যত ক্ষণ গুনি।
আমি বলি আজ এসো তুমি বলো কাল,
প্রতিদিন কাল বলে লাগে গোলমাল।

আশাভরা মন সাজে কতো গান গায়
সব সাজ প্রতিদিন অকারণে যায়।
টেলিফোনে কত বলি নেই কোন ভয়,
শুভক্ষণ করে বাসি কাল কেনো হয়?

মন জুড়ে দোল উঠে করে ঠাসাঠাসি,
প্রতিদিন সুর দিতে মন খুঁজে বাঁশি।
মায়াটান সুখস্মৃতি সবকিছু ভুলে,
আজ নয় কাল বলে আশা তুলো শূলে।

জগতের কোল জুড়ে যতো সহচর,
ধীরে ধীরে মধুপুরে গড়ে বাড়িঘর।
ভাবনাটা মনে আসে উঠে যায় বান,
আজ তুমি চলে আসো ভুলে অভিমান।

অপেক্ষা শেষ হবে মনে ফুটে ফুল,
মন জুড়ে নাড়া দেয় গোলাপের দোল।
শুভদিন ফিকে হলে কি করে তা সয়,
কাল কাল বলো তুমি আজ কেনো নয়?