জীবনের আয়ুষ্কাল বিধাতার দান,
সময় থাকতে গাও তার গুণগান।
সুযোগটা ছেড়ে দিলে
শেষ হবে তিলেতিলে
অসময় দেখা দিলে বুঝে যাবে শান,
স্মৃতি আর সময়টা কত মূল্যবান ?

গুনে গুনে পার করো সময়ের তুলি,
সৎ কাজে ব্যয় করো কথা আর বুলি।
কাজ যদি ভালো হয়
হাতে উঠে সমুদয়
আনন্দে শুরু হয় রোল উঠা হুলি,
শুভ কাজে বাঁধা নয় ছাড়ো চুলোচুলি।

অকারণে ছেড়ে দিলে সময়ের হাল,
জীবনটা মিছে হবে থাকবে না তাল।
খালি গায়ে হেঁটে শীতে
ঝাঁকি উঠে কাঁপুনিতে
বাতাসের বিপরীতে উঠে যদি পাল,
ঘাটে ঘাটে সুধা নয় পাবে গোলমাল।

হারানো স্মৃতির টান এতোটাই থাকে,
টানাটানি যত থাক তবু মনে রাখে।
আশা হয় খানখান
মন জুড়ে উঠে বান
যাতনায় পিছুটান যারা দেয় যাকে,
আড়াআড়ি ঢুকে যায় জীবনের বাঁকে।

তলানিতে সুখ স্মৃতি যত থাক ডোবা,
স্মৃতিগুলো হয়ে উঠে প্রীতিময় শোভা।
আশা থাকে এক বুক
সব কাজে পায় সুখ
সমাজের ভালো লোক সে যে হয় বোবা,
জীবনের কোনো কাজে নয় মনোলোভা।

দেখেশুনে আয় করো সৎ পথে মাল,
হারাম আর হালাল, বুঝে ধরো হাল।
ভালো কাজে যাকে ডাকো
তার কাজে পাশে থাকো
কথা কাজে ঠিক রাখো সুর লয় তাল,
দুনিয়াতে যতটুকু পাবে আয়ুষ্কাল।