শেষরাতে কুয়াশায় ঢাকে সারা নীড়,
কম্বলে হাওয়া ঢুকে করে শিরশির।
হিম হিম ছোঁয়াটাই শিহরণ আনে,
হিম ভাবে মন যায় আগমনী টানে।
শীত এসে কুয়াশায় ঘুর পাক খায়,
বেলা শেষে ঘুম পায় কম্বল গায়।
কৃষকের ঘরে উঠে গোলা ভরা ধান,
পিঠাপুলি খেয়ে খুঁজে বাটা ভরা পান।
কতো পাখি ছুটে আসে বহু দেশ ঘুরে,
বাংলার কোল জুড়ে পাখা মেলে উড়ে।
পরিযায়ী পাখি সব কলরব তুলে,
দলবেঁধে ঠাঁই নেয় ভিন দেশ ভুলে।
রাতভর কড়া নাড়ে সুশীতল ভোর,
শিশিরের কণা এসে মনে বাজে সুর।
স্বচ্ছ শিশির ভেজা ঘাস পাতা ফুল,
গায়ে লাগে হিম ভাব মনে উঠে দোল।
স্মৃতিময় দুই চোখ যায় যতোদূর,
উপভোগ করে মন শোভাময় ভোর।
কাঙ্ক্ষিত এই রূপ হৃদয়ের মাঝে,
শীতকালে দিন থাকে মনোরম সাজে।
ম্রিয়মাণ মিঠা রোদে হিমভাব গায়,
ভোরের শিশির দেখে মন ভরে যায়।
ধীরে ধীরে উঠে আসে ঝলমলে রবি,
এটাই তো ঘোর লাগা বাংলার ছবি।