সন্ধ্যাটা শেষ হলো ঝিলমিল সাজে,
পাখিদের ডাকাডাকি কানে কানে বাজে।
মাঘ মাস নিয়ে এলো শরতের রূপ,
ঝলমলে আকাশটা আজ দেখি চুপ।
একদল পাতিহাঁস উঠে এলো পাড়ে,
ঘুরে ঘুরে পুকুরের হাঁটে চারিধারে।
মাঝে মাঝে পাখাগুলো ঝাড়া দিয়ে উঠে,
বেলা শেষে সারি বেঁধে ঘরমুখো ছুটে।
গাছ ভরা পরিযায়ী পাখিদের নাচ,
শীতকাল মাঝামাঝি তার নেই ধাঁচ।
মন জুড়ে ঢেউ খেলে সরিষার ফুল,
শোভাময় রূপ দেখে মনে উঠে দোল।
বাতাসটা থেমে গেলো হিম ভাব নেই,
মাঝপথে শীতকাল হারিয়েছে খেই।
মাথার উপর দিয়ে ছুটে সাঁই-সাঁই,
উড়ে আসা পাখিগুলো গাছে নিলো ঠাঁই।
আকাশের চারি পাশে ঝলমলে আলো,
নীল থেকে শুরু হলো ধীরে ধীরে কালো।
চারিদিকে নেমে এলো আঁধারের ছায়া,
ঝলমলে আকাশটা রেখে গেলো মায়া।
এমন মধুর ক্ষণ খুব কম আসে,
সন্ধ্যার রূপটাই চোখ জুড়ে ভাসে।
সুধামনে বারেবারে দোলা দিয়ে যায়,
মন জুড়ে ঘোর লাগা এই সন্ধ্যায়।