অপরের সুখে সুখ মুখে বলি ভাই,
বিপরীত কাজ করে কোনো লাভ নাই।
যার যার অধিকার বিধাতার দান,
তাঁর কাছে তুমি আমি সমানে সমান।

বিপদেও যার থাকে আশা এক বুক,
জেনেশুনে খুঁজে যাও তার সুখে সুখ।
মুসাফির খুঁজে দাও পিপাসায় জল,
একদিন পাবে তুমি আখিরাতে ফল।

দুনিয়ার ঘোর ছেড়ে পর সুখ চাও,
সমস্যা যার আছে তার কাছে যাও।
অপরের হক দাও না বলার আগে,
দিয়ে দেখো কি দারুণ আনন্দ লাগে।

অপরের দোষত্রুটি ঘাঁটাঘাঁটির আগে,
নিজ দোষ বেশি করে যেনো মনে জাগে।
যার-তার আলোচনা অকারণে তোলে,
কেনো যাও নিজ দোষ বেমালুম ভুলে?

ভুল পথে যদি নাও নিজ সুখ বুকে,
সুধীজন অকারণে মরে ধুঁকে ধুঁকে।
তাল ছাড়া বাজে কথা যদি যাও বলে,
ফুঁসে উঠা আগুনটা নিদারুণ জ্বলে।

কথা আর আচরণ যেনো ভালো হয়,
কাজে থাক মানবতা মনে রাখো ভয়।
অপরের সুখে দাও সব কাজে মন,
পাবে তুমি ফলাফল ভালো আমরণ।