মন খুলে সব কথা কাছে এসে বলে,
ভালোবাসা হয়ে যায় এমনটা হলে।
ভাবনারা মন জুড়ে ঠুনঠুন বাজে,
সেইসাথে সুর তুলে ভালোবাসা সাজে।
জানাজানি হয়ে যদি আসে অসময়,
লোক মুখে কটু কথা তবু সব সয়।
ক্ষণ গণা সময়টা লাগে সুমধুর,
শশী গেলে রবি আনে শোভাময় ভোর।
ঘোর লাগা স্বপ্নরা দোলা দিয়ে যায়,
হৃদয়ের সব কথা সুর তুলে গায়।
সাদা-কালো সবকিছু রঙিন লাগে,
বারেবারে সুধামনে ভালোবাসা জাগে।
মন জুড়ে উলু উঠে গড়ে জংশন,
ভালোবাসা ঘিরে রেখে সাজে তপোবন।
ভাবনায় ফুল ফুটে সুবাসটা আসে,
তার কাছে মন যায় যাকে ভালোবাসে।
মন থাকে উচাটন ঘুমটাও কমে,
একটাই নাম জপে তার দমে দমে।
অন্তরে ঢেউ উঠে করে তোলপাড়,
মন জুড়ে রঙ ধরে ছুটে বারবার।
আয়নায় মুখ দেখে একা একা হাসে,
ঘুরঘুর শুরু করে প্রেমিকার পাশে।
সুখের দুয়ারে মনে হোলিখেলা চলে,
আনন্দে ভেসে যায় ভালোবাসা হলে।
মানুষের মন যেনো বড়ো এক নদী,
ভাবনায় রঙ মেখে চলে নিরবধি।
কেউ তুলে প্রয়োজনে অকারণে কেউ,
সারাটা জনম থাকে আবেগের ঢেউ।