আজ বিভাগের সকলের হাত মিশেছে একসাথে
দু’চোখের যে স্বপ্ন জাগছে
সে স্বপ্নের বাস্তবতা রূপ রূপে আলোয় পেতে
আমরা বেরিয়েছি খোঁজে।
কার কাছে বিভাগ মুষ্ঠি হয়ে আছে গোপনে!
যে দেবে না বলে ভাবছে
সে কি বুঝে সংগ্রাম জয়ী মানুষের চলনে?
ভয়-ভীতি মৃদুতে মরছে।
লক্ষ্মীপুর-ফেনী-নোয়াখালী নিয়ে যে দাবি-
তা তো ভাষাতে মিশানো।
ওরা কি বুঝে না? সে কৃষ্টি কালচার স্বভাবি
যা এক কাঁথায় নকশি বুনো।
চাই-চাই-চাই আমাদের এ নোয়াখালী বিভাগ চাই
যতই থাকুক তা গোপনে
আনবো ছিনিয়ে ঐ বিজয়ের কেতন উড়িয়ে
সাত সমুদ্রে পাড়ি দিয়ে।
রচনাকালঃ ৩০ অক্টোবর ২০১৫ খ্রিঃ