হচ্ছেনা আর পূর্বের ন্যায় জ্ঞানী কবির জন্ম ,
অর্থের নেশায় ঘুরছে এখন সর্ব পরিব্রহ্ম।
এদিক-সেদিক যেদিক তাকাই অর্থই সব
ব্যবচ্ছেদ করে দেখতে পাই; নিন্দুকেরাই স্তব।
তাও আবার ভালো কবি পাচ্ছেনা ঠাঁই
একুশের বই মেলায়,
নিন্দুক কবির অর্থের মোহে
প্রকাশকের প্রকাশনা যাচ্ছে ভরে
অশ্লীল লেখা জোঁকায়।
এ যুগের পাঠকরা পাচ্ছে না আর
ভালোমানের বই,
লাইব্রেরিগুলোতে ভর করে থাকে
নিম্নমানের ঐ।
গ্রাম্য কবি গাঁয়ে আছে পড়ে শহুরে কবি এগিয়ে
যেমন- তেমন লেখা হলেই প্রকাশনা দেই ছাঁপিয়ে।
মিডিয়াও খোঁজে গানের শিল্পী কবিতার শিল্পী নয়,
কোটি টাকা পাচ্ছে গায়ক কবির পাত্র শূণ্য রয়।
তাই অনাহারে অনাদরে কাটছে গ্রাম্য কবির দিন
তবে পল্লী কবি থাকলে বেঁচে খোঁজ নেত প্রতিদিন।