মানুষের ব্যবধান আজ আকাশ সমান
বর্ণ, গোত্র, আভিজাত্য দেখাচ্ছে তাঁর প্রমাণ।
প্রজানীতি, সমাজনীতি, ধর্মনীতিও করছে ব্যবধান
মানুষে মানুষেই সৃষ্ট পার্থক্য কবে ফিরবে সমাধান।
শিক্ষা নিয়েও আছে অহমিকা কিছু শ্রেণির কাছে
অশিক্ষিত-মূর্খের কদর নেই উল্লুকের পাছে।
বৈদ্য, খনকার, ওঝা, দরবেশ তারাও যে আছে
মানুষ ঠকিয়ে অর্থ কুড়িয়ে আয়েশি এক ধাছে।
হিন্দি সিরিয়ালে পরকীয়ার প্রনিধি বাড়ছে দিন দিন
প্রতীচীর প্রতি প্রতিসারিত বঙ্গের নারীরা উৎকটে আসীন।
আজি কুরআন-বাইবেল-গীতা-ত্রিপীটক ঘরে নাহি পড়ে কেহ
তাই ধর্মে ধর্মে লেগেছে যুদ্ধ রক্ত রঞ্জিত বুলেট দেহ।
নারীদের আন্দোলনে জোয়ার উঠেছে দেশটা
মনোহরা জিন্স প্যান্ট এ ভরে গেছে পরিবেশটা।
বোরখা নিয়েও আছে ফ্যাশনাবল চিপাচাপাভাব
ভেতরে কী আছে তা দেখানোই ভামিনীর স্বভাব।
সন্তান হারিয়েছে পিতার স্নেহ কমছে শ্রদ্ধার পাত্র,
যুবসমাজে বুঝি ইয়াবা, আফিম, ভাবা’ই আসল মিত্র।
ভিক্ষার থালাও বিলীন হয়ে শিক্ষার থালায় পরিণত
কোচিং, কেজি করছে দখল হচ্ছে জাতি অবনত।
সুদের ব্যবসাও আজ রমরমা যাচ্ছে অনেক বেশ
গ্রামে গঞ্জে মহল্লায় মহাজনেরা খাচ্ছে মাথার কেশ।
ব্যবধানটা সৃষ্টি হলো এনজিওগুলো এসে
সুদকে তারা লাভ বলে যে চালিয়ে যায় ঘেঁসে।
ঘ্যানর ঘ্যানর নেইকো সাদির পরে জরুকে
দরদাম হাঁকিয়ে যে খায় শ্বশুরের মাথাকে।
ফার্ণিচারে ভরবে ঘর, ভরবে নগদ পকেট;
স্বর্ণ কত আনাই দিবে তা আসবে কত লকেট।
কবিদের আজ নেই যে দাম নেইতো লেখকের
বার মাসে একটি বই হয় না ক্রয় পাঠকের।
নিঃস্ব কবি-লেখক ফেলছে হারিয়ে নিগদ
ফেসবুকের উত্তাল ঢেউয়ে তলিয়ে বিঘত।
চাকুরির বাজারে লেগেছে মন্দা মেধার নেই যে কদর
উৎকচ কিংবা রাজনীতির পরিচয়ে মেলে অনেক আদর।
ছোট্ট চোরের অভাববোধও করছে দেশ বেশ
বিচিকিচ্ছি ছেয়ে গেছে দেশে বৃহৎ চোরের প্রবেশ।
মানদাতা রাজনীতিতে জং ধরেছে গণতন্ত্র হলো বিচ্যুত
সময় অসময়ে হরতাল অবরোধে বিশ্ব তাই লজ্জত।
জনতার রায়ে হয় না বিচার কে পড়ালো এ পরিধান?
দূর থেকে এলো অমোঘ বাণী এ যে সভ্যতার ব্যবধান।