ঘুরে লোভী সে মানব, অর্থের আশায়
বিধাতার আরাধনা নাহি করে আজ
মসজিদে ধ্বনি বাজে কর্মে সে দিশায়
নামায কামিয়ে সে তবে, দেখাচ্ছে ত্যাজ।
দিন যায় মাস আসে বছরও ঘুরে
সিজদায় নাহি লুটে, মত্তের আবেশে
মনোরাজ্য মনোলোভে আঁকড়িয়ে ধরে
নিদ্রায় খুঁজে মরে সে, বাসন্তী নিবেশে।
সময় এসেছে বলে, ঘন্টিকা বাজছে
দুয়ারে পালকি এসে, প্রহর গুনছে
নিযুক্ত স্রষ্টার দূত, দুলিচা বুনছে।
জাহান্নামের অনল দুর্বাসা সাজছে
বিচারের কাঠগড়া নিদান মেলছে
হাবিয়া তাহার স্থান রভসে বলছে।
( সনেট জাতীয় কবিতা)