অথৈ এর জলে অথৈ জল
জামার বোতাম ছিঁড়ে, আসে দুঃখ!
পাশ পকেটে ঝুনঝুন করে ষোলো আনার দুটো কয়েন,
তারপর চোখের ভেতর চলে যায় পাহাড়ি ট্রেন।
একটা মেয়ে বুকের ভেতর থেকে মন বেয়ে
নেমে পড়ে ইষ্টিশনে, তুমুল ফাগুন-ফাগুনের দিনে!

মনে পড়েনা পুরোনো অন্ধকার-অন্ধকারে
কে যে পাশে বসেছিলো পূর্ণিমা হাতে
অথবা জোনাকির মিছিলে কে যে গুনগুন করে উঠেছিলো সেই রাতে!
মনে পড়ে শুধু কঙ্কাপুর-মেঘ দুপুর
বালিকা খুব কাছে এসেছিলো সেদিন,
নেহাৎ রূপোলী নূপুর ঝুনঝুন করে উঠেছিলো তার পায়!!