প্রেমিকা
তোমার দেখা মেলে না বহুদিন ধরে,বহু রাত ধরে!
আমি নদী পথ ধরে হাঁটি বড্ডো সেকেলে!
তুমি বলো ক্যাজুয়াল,ফরমাল
আমার জামা নেই জুতো নেই
শুধু আধভাঙা বোতাম নিয়ে হাঁটি
এইটুকু পরিপাটি!
আধভাঙা বোতামের আর দেখা মেলে না!
প্রেমিকা
তোমার দেখা মেলে না বহুদিন ধরে,বহু রাত ধরে!
খাতা ভরতি অমাবস্যা লিখে লিখে ফেলে দিয়েছি অন্ধকারে।
প্রেমিকা,
আমি আলো দেখি অন্ধকার দেখি
পূর্ণিমা দেখি উৎসব দেখি
জনতার ভীষণ ভীড়ে তোমায় দেখি নাহ্!
প্রেমিকা আমি বড্ডো সেকেলে
চড়াই উৎরাই পেরিয়ে টেনেছি এই জীবন
এই ধরো ট্রেন লাইনে, বাসস্টপে দাঁড়িয়ে!
একদিন গেছি হারিয়ে হারিকেনের আলোয়
তোমাকে খুঁজবো বলে!