মরুতীর্থের কপালে ছায়াপথ এঁকে লুট হয়ে গেছে নক্ষত্র!
নিহত বৃক্ষের ছায়াতলে চৈতালীর ঘুম
ঘুমের পৃথিবী আর আমি মাতাল হয়ে শুনেছি চৈত্রের ডাক, উত্তাল হাওয়া ভরা রাতে!
শুনেছি মহাশূন্যের ধাওয়ায় কত মহাপুরুষ
সমতল হতে সমরেখা এঁকে ফুরিয়ে গেছে
নৈসর্গিক প্রান্তে!
আমি এক উল্টো মানব সভ্যতার মানচিত্রে
জলধারা এঁকে স্রোত নিয়েছি মেপে!
দেখেছি স্রোতের অনুকূলে অনলের আকুতি!
আমি প্রতিকূল থেকে অনল ছুঁয়ে গেছি প্রতিবার তবুও তাকে ছুঁতে পারি নি!
ঘুরেফিরে সেই নিহত বৃক্ষের ছায়াতলে চৈতালীর ঘুম,
ঘুমের পৃথিবী আর আমি মাতাল হয়ে গুনেছি শরৎের রাত
হিসেব মেলে নি!!