ভালোবাসা সেলাই করে এনেছি
সিমপ্যাথি উড়িয়ে উড়িয়ে ফিরেছি
এই জোড়াতালির শহরে!

কখনো ভালোবাসাকে বিদায় জেনেছি
কখনো জেনেছি আগলে রাখা, বসন্ত মৌসুম।
ইট পাথরের দেয়ালে এঁকেছি দারিদ্র্য!

কখনো বিষন্ন ম্লান হয়ে গেছে সূর্য, রাতের অন্ধকারে সুঁই ফুটিয়ে তুলতে চেয়েছি দুঃখ!

ফিরবো না ফিরবো না বলে ফিরে গেছি
থেকে গেছি পুরোনো অভ্যেসে- চুলের সুবাসে।

সেইসব দিন মনে পড়ে,
আঁচলের সুতো ধরে চলে গেছি অনেক দূরে!
তারও দূরে সুদীর্ঘ একটা বুক পেতে রেখছি
এই ছায়া মরু অঞ্চলের বৃক্ষের মতোন দাঁড়িয়ে থেকেছি,
তপ্ত একটা দুপুর পেরোবে বলে!