নারী
যে গানের সুর নেই সে তুমি,
রঙমহল হতে যুদ্ধ পুরোটাই আঁচলে পাকাও
তারপরও বলো তুমি নিঃসঙ্গ?
পথিক দেখেছো নিশ্চয়ই যন্ত্রণা দেখো নি!
নারী
পুরোনো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তৃ-গুণ
জটলায় বিংশ শতাব্দী আমার পকেটে!
ভাবছো কি লজ্জা?
ভুল!
এটাই তো কবিতা!!