তিতকুটে প্রেমের নামে মহা উপন্যাস ভালোই রচালে পন্ডিত খুন জড়ো করে আকাশে-বাতাসে মহা অন্যায়ে!
ওদিকে ন্যায়ের দুয়ারে তালা,
ন্যায়ের তালে রুদ্ধদলে মাতোয়ারা মাতাল গুনে মানচিত্র!!
একটা বাস নয়তো সবুজ ঘাস কি একটা রাত, রাতের স্টেশনে একটা লাশ ক'ফোঁটা রক্তের সাথে শয্যায়!
ক'পাতার ম্যাগাজিনে ধর্ষিতার চিৎকার
সকালের পত্রিকায় চোখ বাকরুদ্ধ পাঠক, পাঠিকার সংশয়!
'উড়ে যেতে যেতে এক জানোয়ার দেখেছি খোলামেলা নগ্নতায়' এ এক কাকের বর্ণনা!
মহা দূরে এক আত্মার বিদায়, যেনো বিশদ বিবরণে ছাপানো আলপনা!