নূপুরে নৈঃশব্দ্য!
ধ্রুবলোকে কাহার পদধূলি শরৎের শরীরি সাজে লুটায়ে ঝিরিঝিরি?
কণকলতা কহে ঘন ঘন অবহে-
তবে শুনো হে পান্থ -'রহিতে নরকে শ্রান্ত
তবে বুঝিতে দাহ দাহ নিদারুণ পরিণতি!'
বিধিলিপির মারপ্যাঁচে ব্যর্থ হইলাম পান্থ
শঙ্খমুখে আমি যে সম্ভ্রম হারা সর্বশান্ত,খুব ক্লান্ত!
শুনিয়া রুষিল পান্থ,লোচন রাখিল তীরঘাত মর্ত্যের পানে! চিত্তে তাহার বাজিলো প্রলয়,পিছে ফেলিয়া যত সংশয় পল্লব ছিড়িয়া তাহাতে লিখিল ধ্বংস ঐ অসুরের!
কহিল পান্থ - সহিয়া কোমল বদন তোমার আঁখিতে যদি প্রেম চুয়ে চুয়ে পড়ে তবে সুখ খানি চেয়ে নিতে পারো! তুমি কেঁদে কেঁদে ফিরো সারাটা ভূবন
আমিও স্বর্গ ছাড়িতে আপ্রাণ রহিব ন্যায়ের আশে নরকের কারাবাসে!!