দেখা হবে শান্তিনিকেতনে
হাজার বছর পর,ডালিয়ার উৎসবে।
সেদিন শরৎ হবে অচেনা
বিভোর হাসিমুখে,
ভেজা ঠোঁট আর চুম্বনে
শীতল হবে বৈরী বাতাস
দেখে নিও,দেখা হবে শান্তিনিকেতনে!

সেদিন মরুও না শুকাবে
আলগোছে পথ বেয়ে গড়াবে বর্ষা।
নোলকে নূপুর জোড়া রইবে
জড়ানো শীতল চিতল ঋণে
দেখে নিও,দেখা হবে শান্তিনিকেতনে!

সেদিন ফিরবে না ফেরিওয়ালা
ভেঙে যাবে চুড়ি ভিজে রাস্তায়।
ঘন কুয়াশায় কনকনে
পথ হারাবে রোদ নীল আলপিনে
দেখে নিও, দেখা হবে শান্তিনিকেতনে!